পটিয়ায় মোবাইল কোর্টে ১৭ মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ভোক্তা অধিকার লঙ্ঘন, সড়কে নানা অনিয়ম, ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নবায়ন না করার অপরাধে জরিমানা করা হয়। এ সময় অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় নেওয়া হয়। ইউএনও ফারহানুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলার লোকায়ত জীবন ও ভাববাদী চেতনায় আব্দুল গফুর হালী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে ডাকাতির অভিযোগ