আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আইয়ুব বাবুলের সমর্থনে গতকাল শুক্রবার নৌকা প্রতীকে ভোট চেয়ে পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু তাহের, মোহাম্মদ নাছির, ইয়াছিন চৌধুরী জনি, আশিক চৌধুরী আকবরী, আজিজুল হক, মোহাম্মদ আলমগীর প্রমুখ। গণসংযোগে এম এ রহিম পটিয়া পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইয়ুব বাবুলকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।