চতুর্থধাপে পটিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গতকাল রবিবার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই নির্বাচনে অংশগ্রহণ করতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জনসহ মোট ৫৯ জন প্রার্থী চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ তারিকুরজ্জামানের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আরাফাত আল হোছাইনি।
মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল, ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীকের প্রার্থী পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল আলম মাস্টার, মোমবাতি প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট নেতা মো. আলী হোছাইন তাদের মনোনয়ন দাখিল করেছেন। পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরাফাত আল হোছাইনী বলেন, পটিয়া পৌরসভার নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। এতে কোন ধরনের কারচুপি করার সুযোগ নেই।