পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বাবলু বড়ুয়া (৩৫)। গত রোববার দিবাগত রাত ৩টায় উপজেলার শান্তির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তর ভূর্ষি এলাকার দিলীপ বডুয়ার পুত্র।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।