১৯৭১ সালের ৩ মে পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের হিন্দু অধ্যুষিত জনপদে নেমে আসে এক ভয়াল রাত। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী গ্রামের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তিন শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে।
পটিয়া গৌরব সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় গত মঙ্গলবার ঈদের দিন বিকেল চারটায় পটিয়া মুজাফরাবাদ গ্রামে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, মুজাফরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন সন্তোষ নন্দী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, অধ্যাপক ভগীরথ দাশ, জয়প্রকাশ দত্ত, বিপ্লব চৌধুরী, সঞ্জয় চৌধুরী, রুবেল সেন প্রমুখ। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, স্থানীয় মুজাফরাবাদ উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বধ্যভূমি সংরক্ষণ পরিষদ, বিবেকানন্দ সংঘ, সমন্বয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষপস্তবক অর্পণ করা হয়।












