চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এক পথচারী নারী মিনিবাসের চাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।