পটিয়ায় মহাসড়কে অভিযান, জরিমানা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রুট পারমিট, হেলমেট না থাকা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে দুইটি পরিবহন ও দুই ব্যক্তির বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপোল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তায় চলাচল করছে, অদক্ষ চালকরা ভারী যানবাহন চালাচ্ছে এবং হালকা গাড়ির লাইসেন্স দিয়ে অনেকে ভারী যান চালাচ্ছেনএসবই সড়ক দুর্ঘটনার মূল কারণ। তিনি আরও বলেন, দুর্ঘটনায় শুধু যাত্রী নয়, চালক ও সহকারীরাও হতাহত হচ্ছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মমতার সচেতনতামূলক ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধস্বাবলম্বী হয়ে নতুন দেশ বিনির্মাণে সকলকে সামিল হতে হবে