পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে একটি মসজিদের তালা ও গ্রিল ভেঙে ২টি আইপিএসের ও মাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে বড়লিয়া ইউনিয়নের আয়েশা বিনতে আবু বকর (রা.) জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নে ফতে আলী মুন্সির বাড়ির আয়েশা বিনতে আবু বকর (রা.) জামে মসজিদ প্রকাশ ফতে ইসুফ রহমানিয়া জামে মসজিদে বৃহস্পতিবার রাতে চোরের দল গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর মূল দরজার তালা ভেঙে ১২ ভোল্টের ২টি আইপিএস ব্যটারি ও একটি মাইকের ব্যাটারিসহ মোট ৩টি ব্যাটারি এবং ২টি মাইকের আজোয়া মেশিন চুরি করে। যার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। এ ঘটনায় মসজিদের মোতায়াল্লি মোহাম্মদ দিদার হোসাইন বাদি হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, মসজিদের তালা ও গ্রিল ভেঙে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।