পটিয়ায় মসজিদের গ্রিল কেটে ব্যাটারি চুরি

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাইদাঁইর চাঁন মিয়া আবদুল মিয়া আলী মিয়া মাতব্বর জামে মসজিদের জানালার গ্রিল কেটে আইপিএসের ৪টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু মসজিদটি পরিদর্শন করেছেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান শিমুল জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে মোয়াজ্জিন দেখেন মসজিদের জানালার গ্রিল কেটে আইপিএসের ৪টি ব্যাটারি নিয়ে গেছে চোর।

যার আনমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। চুরির বিষয়টি পটিয়া থানাকে অবিহিত করা হয়েছে। পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা মসজিদটি পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলকে চাঁদের গাড়ির ধাক্কা, কাঠমিস্ত্রি নিহত
পরবর্তী নিবন্ধ১০ দিন পর ট্রাক চালক আকবরশাহ থেকে আটক