পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে শত বছরের প্রাচীন বুড়া কালী মন্দিরে চুরি হওয়া বেশকিছু স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় স্থানীয় একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ধলঘাটের নন্দরখিল এলাকার আজাদ ক্লাবের পাশে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওইসব স্বর্ণালংকার।
মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্থানীয় এক যুবকের কাছ থেকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে এসব স্বর্ণালংকার পুকুর পাড় থেকে উদ্ধার করে। দেখে মনে হচ্ছে এগুলো কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার ঘোষ জানান, উদ্ধারকৃত অলংকারের মধ্যে কিছু স্বর্ণ ও কিছু রূপা রয়েছে। তবে এখনো সব সনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের একদিনের রিমান্ড চাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি রাতে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে চোরের দল। তারা মন্দিরের দেবীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দান বাক্সের সব টাকা লুট করে নিয়ে যায়।












