পটিয়ায় ভেসে যেতে দেখা সেই মরদেহ উদ্ধার

পুলিশের ধারণা হাত-পা বাঁধা এ ব্যক্তি হত্যার শিকার হন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

পটিয়ায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির হাতপাচোখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা। দুইদিন আগে খালের স্রোতে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পটিয়াবোয়ালখালীর সীমান্তবর্তী বোয়ালখালী খালের মিলিটারি পুলের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে সেটির এখনো কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় থানা পুলিশ।

কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ গিয়ে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে। তার গায়ে ছিল টিশার্ট ও ছেঁড়া প্যান্ট। কাপড় দিয়ে চোখ এবং রশি দিয়ে হাতপা বাঁধা ছিল তার। উদ্ধারকৃত মরদেহের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৫৬ দিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে লাশটি খালে ভাসিয়ে দেয়া হয়েছে।

এর পূর্বে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা উপজেলার ধলঘাট এলাকার চন্দ্রকলা ব্রিজের চাঁনখালী খালে একটি লাশ পানির স্রোতে ভেসে যেতে দেখে। বিভিন্ন ব্যক্তি এর ছবি তোলে পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই খালের পানির স্রোতে লাশটি ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পরও এ লাশের আর কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় গত মঙ্গলবার দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘খালে লাশ, পুলিশ আসার আগেই ভেসে গেল স্রোতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধযে কোনো কাউন্টারে মিলবে সব ধরনের টিকিট
পরবর্তী নিবন্ধনির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা করবে পরিবার