পটিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন হুইপ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১১:২৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি উদ্বোধকালে তিনি বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ‘এ ক্যাপসুল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের সময়মত ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের এপিএস হাবিবুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাবেদ, ওসি বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডা. সৌমেন বড়ুয়া, উপজেলা প.প. কর্মকর্তা ডা. জাকিয়া মমতাজ, উপজেলা আ. লীগ নেতা আবদুল খালেক, চেয়ারম্যান এম এ হাসেম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে ৮ হাজার শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৭ হাজার ২শ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পার্শ্ববর্তী উপজেলা কর্ণফুলীসহ মোট ৫২৮টি কেন্দ্রে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির আরো ৩ কর্মকর্তাকে বদলি
পরবর্তী নিবন্ধবিক্ষোভের মুখে কিরগিজিস্তান প্রধানমন্ত্রীর পদত্যাগ