জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার স্বাদ ঠিকই নিয়েছে, কিন্তু এদেশের কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নে দেশের চেহারা পাল্টে যায়। পটিয়ায় রাস্তাঘাটের বেহাল দশা ছিল। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কী পরিমাণ উন্নয়ন হয়েছে তা এখন দৃশ্যমান। ‘গ্রাম হবে শহর’ এ স্লোগানে আওয়ামী লীগ গ্রামে গ্রামে ব্যাপক উন্নয়নে পরিবর্তন সাধিত করেছে। সুপেয় নিরাপদ পানির জন্য ডিপ টিউবওয়েল, সড়কে সোলার বাতি, ওয়াশব্লক, ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা, কমিউনিটি ক্লিনিক, বাড়ির ঘাটা ঢালাইসহ দৃশ্যমান এসব উন্নয়নে গ্রাম এখন শহর।
তিনি গত মঙ্গলবার মহিরা হিখাইন জেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষক দুলাল কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মেয়র আইয়ুব বাবুল, প্রদীপ দাশ, দেবব্রত দাশ, আজিমুল হক, আমিনুল ইসলাম খান টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, নিপুর চৌধুরী, নজরুল ইসলাম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব প্রমুখ।