পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্লে-কার্ড

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে বরকনে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্লেকার্ড হাতে নিয়ে ব্যতিক্রমী এক প্রতিবাদী বার্তা জানিয়েছেন। বিয়ের আনন্দঘন মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি করে আলোচনায় এসেছেন এক নবদম্পতি। এ সময় বরকনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও একাত্মতা প্রকাশ করেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি’, ‘জান দেবো, জুলাই দিবো না’, ‘আমি আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই’, ‘শহিদ ওসমান হাদি হত্যার বিচার চাই’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’এ ধরনের লেখা সংবলিত ছোট ছোট প্লেকার্ড হাতে নিয়ে বিচারের দাবি জানান।

গতকাল শুক্রবার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আনন্দঘন এই বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। হাদির ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি। এই দাবি যেন কেউ ভুলে না যায়, সেটাই আমাদের উদ্দেশ্য।

মাসুমের বন্ধু তারেক বলেন, আজকাল মানুষ বিয়েতে শুধু নাচগানবাদ্যবাজনাতেই মেতে থাকে। কিন্তু মাসুম ও সুমাইয়া দেখিয়ে দিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের পক্ষে যেকোনো সময় আওয়াজ তোলা যায়। তাদের এই সাহসী উদ্যোগ আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর বিভিন্ন স্পটে হাজারো পর্যটক
পরবর্তী নিবন্ধএসএসসি ৯০ ব্যাচের পুনর্মিলনী