আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গতকাল মঙ্গলবার ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ১১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এদিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছে।
প্রত্যাহারকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেহানা আকতার মুন, আবদুল মালেক, মোহাম্মদ ইয়াছিন আকরাম, নজরুল ইসলাম, মীর আবদুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নজরুল ইসলাম, শাহনাজ বেগম, ৪ নম্বর ওয়ার্ডে শেখ মো. বেলাল উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম, ৫ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ নুরুল ইসলাম, এম খোরশেদ গনি ও মুুজিবুর রহমান।
নির্বাচন অফিস জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা নির্বাচন অফিসে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আরাফাত আল হোসাইনি।