পটিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই চেয়ারম্যান

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

পটিয়ায় ঋণ খেলাপী, আয়কর সনদ না থাকা ও বয়স কমের দায়ে ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে পটিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ইউনিয়নের চেয়ারম্যান ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। অন্যদিকে কর্ণফুলী উপজেলার ৪ ইউপিতে ঋণখেলাপীর কারণে বাদ পড়েছে শিকলবাহা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ১ জন মহিলা সদস্য প্রার্থী। গতকাল সোমবার প্রার্থীদের যাচাই বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী ও কর্ণফুলী উপজেলা রির্টানিং অফিস সূত্র। বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ঋণ খেলাপীর দায়ে কাশিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছ, আয়কর সনদ না থাকায় কুসুমপুরা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া ডালিম, কাগজপত্র সঠিক না থাকায় ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম এফ আইয়ুব। বাতিল হওয়া মেম্বার প্রার্থীরা হলেন, কুসুমপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবু তৈয়ব, কচুয়াই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফজলুল করিম, কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুহাম্মদ রফিক, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের (১,২,৩) নং ওয়ার্ডের শারমিন আকতারের বয়স কম হওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানিয়েছেন, যাচাই বাচাই শেষে মোট বৈধ চেয়ারম্যান প্রার্থী হলেন, ৫৭ জন, মেম্বার প্রার্থী ৬১৩ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩৯ জন।
এদিকে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে পটিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই ইউনিয়নের চেয়ারম্যান ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের দুইবারের নির্বাচিত ও আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হক, বড়লিয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীনুল ইসলাপম শানু। শোভনদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয় দুই চেয়ারম্যান প্রার্থী।
এদিকে কর্ণফুলী উপজেলায় ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, সাধারণ সদস্য পদে প্রার্থী ২৪০ ও সংরক্ষিত আসনে প্রার্থী হলো ৪২ জন। গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে বাদ পড়েছেন সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ডের রেহেনা খানম। বরলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীনুল ইসলাম শানু বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহীনুল ইসলাম শানু তৃতীয়বারের মতো ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। প্রার্থী না থাকার কারণে উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের সংরক্ষিত-৩ (৭,৮,৯) নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাছলিমা নুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ও কক্সবাজারে স্থগিত সাত কেন্দ্রের নির্বাচন আজ