পটিয়ায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ৯০০ রোগী

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরের ৪নং ওয়ার্ডে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৯০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং ডা. ফরিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্প সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনী ও প্রসূতি, চর্মরোগ এবং শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়েছেন। এছাড়া ডায়াবেটিক নির্ণয়, ইসিজি, ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়েছে। চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন পশ্চিম পটিয়া ওয়ার্ড জামায়াত সভাপতি দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন জয়নাল আবেদিন আয়াজ। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন ডা. ফরিদুল আলম। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাফফর আহমদ, চট্টগ্রাম মহানগর ব্যাংকার্স ফোরামের সহসভাপতি আকতার হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির আবু নাছের শেখ, কালারপোল থানা জামায়াত আমীর নাছির উদ্দীন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, ব্যবসায়ী সমিতির কোষাধাক্ষ মাহবুব আলম, ওয়ার্ড জামায়াত সেক্রেটারি গাজী নজরুল ইসলাম প্রমুখ।

ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘরে ঘরে পৌঁছানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান বৈদ্যপাড়া সর্বজনীন মহামেধ বিহারে চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধ