পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সেকান্দর (৫৬) নামে ওয়াসা প্রকল্পের এক স্কেভেটর চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দর কুমিল্লা সদর দক্ষিণের জালগাঁও গ্রামের মো. নুর ইসলামের পুত্র।
জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজার এলাকায় কিছুদিন ধরে ওয়াসার পানির পাইপ লাইনের প্রকল্পের কাজ চলছিল। গতকাল সকালে স্কেভেটর দিয়ে মাটি কেটে অন্যত্র ফেলার সময় অসাবধাণতাবশত উপরে থাকা বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে যায় স্কেভেটর। এতে স্কেভেটর বিদ্যুতায়িত হয়ে চালক সেকান্দর ঘটনাস্থলেই মারা যান।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এয়াকুব আলী জানিয়েছেন, ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধাণতাবশত স্কেভেটরের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কেভেটর চালক মারা যান।











