পটিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে রিক্সা পেল বেগম রোকেয়া

ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীলতার উদ্যোগ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

পটিয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীলতার পথে নতুন যাত্রা শুরু হলো বেগম রোকেয়ার। বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে রিক্সা পেল বেগম রোকেয়া। পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কুসুমপুরা ইউনিয়নের এই দরিদ্র নারীর হাতে আয়ের মাধ্যম হিসেবে একটি রিকশা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়ার কাছে এই রিকশা হস্তান্তর করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর ও ইউপি সচিব রাজীব মিত্র।

রিকশা প্রাপ্তিতে বেগম রোকেয়া জানান, আগে তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। এখন এই রিকশা তার স্বামীর হাতে তুলে দিবেন। তার স্বামীর আয় দিয়ে তিনি নিয়মিত সংসার চালানোর ব্যবস্থা করতে পারবেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, ভিক্ষাবৃত্তি নিরসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার এ ধরনের পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

পূর্ববর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবন সংগঠনের অভিষেক ও পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধকার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী