পটিয়ায় সরকারের বিরুদ্ধে বিএনপি নেতা এনামুল হক এনামের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। জিরি ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সমাবেশে বিএনপি নেতা এনামের কুশপুতুল দাহ করা হয়। এছাড়াও তাকে বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে জনসম্মুখে ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। গত শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হোসাইন রানা। এ সময় উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, মো. এমরান, আবু সুফিয়ান টিপু, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম টিপু, মাস্টার রিটন নাথ, শামসুল ইসলাম, আবু জাফর, বদিউল আলম তুষার, মাধাই চন্দ্রনাথ, মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রূপক শীল, তাঁতি লীগ সভাপতি মনজুরুল ইসলাম, সরোয়ার উদ্দিন, শফর আলী চৌধুরী, বেলাল চৌধুরী, আসহাব উদ্দিন, কোরবান আলী, আলম মেম্বার, শফিউল আলম নেজামি প্রমুখ।