পটিয়ায় বিএনপির বিজয় র‍্যালি শেষে এলাকার বিরোধ নিয়ে হাতাহতিতে আহত ২

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ১১:১৭ অপরাহ্ণ

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিজয় র‍্যালির কর্মসূচি পালন শেষে পটিয়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এলাকার বিরোধ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই বিএনপি কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আনন্দ মিছিল শেষে ফেরার পথে পটিয়া পৌরসদরের ইন্দ্রপোল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন আবদুর রহিম (৬২) ও প্রবাসী জুয়েল (৪২)। দুইজনই ধলঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং এনামুল হক এনামের অনুসারী বলে জানা গেছে।

আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত আবদুর রহিমের ছেলে তাকিবুল ইসলাম জানান, বিজয় র‍্যালি শেষে সন্ধ্যার দিকে তার বাবার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। অভিযুক্তদের মধ্যে বক্কর ও আশিক নামের দুই বিএনপি নেতার জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি। হামলার ঘটনায় আহতরা এবং হামলার অভিযোগে অভিযুক্তরা বিএনপি নেতা এনামুল হক এনামের অনুসারী। এ বিষয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, শান্তিপূর্ণভাবে বিজয় র‍্যালি সম্পন্ন হয়েছে। মিছিল শেষে এলকা ভিত্তিক ব্যাক্তিগত সমস্যা নিয়ে মারামারির ঘটনা ঘটে। আহতরা ও অভিযুক্তরা ধলঘাট ইউনিয়নের ইশ্বরখাইন গ্রামের বাসিন্দা।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, মারামারি ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলেও ওখানে কাউকে পাওয়া যায়নি। কি কারনে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লোহাগাড়া বিএনপির মিছিলে নেতাকর্মীর ঢল
পরবর্তী নিবন্ধলে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম আর নেই