পটিয়ায় বিএনপির বিজয় মিছিল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের পক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে মিছিলটি পটিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পটিয়া বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ শ্রমিক দলের সভাপতি ও চেয়ারম্যান শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন, ইছমাইল চৌধুরী, মুজিবুর রহমান, পৌরসভা বিএনপি নেতা নজরুল ইসলাম, নুরুল আমিন, আনোয়ার হোসেন মিয়া, মনছুর আমিরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহাবুদ্দিন খোকন, কাজী আবু তাহের, শফিউল আযম, আবদুল মোতালেব মনু, বখতিয়ার উদ্দীন বকুল, নুরুছফা আবুল হোসেন, জসিম উদ্দিন, আরিফ মিয়া, বাবর ফারুকী, জাহাঙ্গীর আলম, আবু বক্কর রায়হান, নাসির মেম্বার, সালাম ফারুকী, নুরুল ইসলাম মেম্বার, মফিজুর রহমান, হাসমত আলী, বছিরুল আলম, রিজুওনাল হক রিজু, মাইমুনুল ইসলাম মামুন, শাহজাহান সিরাজ, জমির উদ্দীন আজাদ, আনিসুর রহমান, সুজন, কায়সার, আবু হানিফ, নাসির আহম্মদ, জিয়াউল হক জিয়া, আবু শহীদ রমজান, মোজাম্মেল হক সোহেল, খোকন শাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বিরল গুঁইসাপ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাউজান উদয়ন সংঘের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি