পটিয়ায় সনাতনী সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ভাই–বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে পটিয়া পৌরসভা বিএনপি। গতকাল শুক্রবার বিকাল ৪টায় থানার মোড়স্থ শ্রী শ্রী গৌরাঙ্গ নিকতনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলে পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার, সভাপতিত্ব করেন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুলক চৌধুরী, সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মান্না কুমার দেব। এসময় প্রধান অতিথি ইদ্রিস মিয়া বলেন, দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের অন্যতম অংশ। এটি কেবল সনাতনী সমপ্রদায়ের উৎসব নয়; বরং আমাদের সামগ্রিক সংস্কৃতির বহি:প্রকাশ। এই উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব, সমপ্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে সমাজে। অনুষ্ঠান শেষে উপস্থিত ২৫০ জন সনাতনী ভাই–বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।