পটিয়ায় একটি বাড়ির ছাদ থেকে ৩শ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের বাড়ি থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, জসিম ওই এলাকার ছালামত খাঁ প্রকাশ অলি আহমদের পুত্র। তার বিরুদ্ধে থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ ৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কার্তুজগুলো নতুন। সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি আনা হয়েছে। কার্তুজগুলো ইতালির তৈরি বলেও জানায় তারা।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জসিমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।