চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তার নাম রফিকুল আলম (৩০)। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়ার রবিউল আলমের ছেলে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের উপজেলার চক্রশালা মেগা কনভেনশন হলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ৫ নভেম্বর রাত ১টার দিকে চট্টগ্রাম শহর থেকে প্রাইভেটকার যোগে নিজ বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়ার উদ্দেশ্যে রওনা হন রফিকুল আলম। রাত ২টার দিকে প্রাইভেটকারটি চক্রশালা মেগা কনভেনশন হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস প্রাইভেটকারটিকে মুখোমুখি ধাক্কা দেয়। দুর্ঘটনায় চালক রফিকুল আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মুহাম্মদ মুনিরুল আলম পটিয়া থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












