পটিয়ায় বাসচাপায় শিশু নিহত

পটিয়া প্রতনিধি | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া বাইপাসে বাসচাপায় জান্নাতুল নুর রিমা(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(১২ আগস্ট) সকাল ১১টার দিকে বাইপাসের ফারুকী পাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জান্নাতুল নুর রিমা উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়া গ্রামের সরোয়ার উদ্দিনের কন্যা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, শিশুটি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী পূরবী পরিবহনের চেয়ারকোচ তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় শিশুটি মারা গেছে। গাড়িটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানে এখনই দু’দিন সাপ্তাহিক ছুটির চিন্তাভাবনা