পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবুল বশর হত্যা মামলায় রবিউল আলম নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি কেলিশহরের রতনপুর মৌলভী বাজার সিকদার পাড়ার মৃত আহম্মেদ ছবিরের ছেলে। মামলার অপর ৫ জন আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন মাহাবুবুল আলম, জহিরুল আলম, মোতাহেরুল আলম প্রকাশ মোজাফফর আলম, আবদুল শুক্কুর ও রেহেনা বেগম। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মোক্তার। তিনি বলেন, ২০১১ সালের ২৩ জুলাই আবুল বশরকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আয়েশা আক্তার পটিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পরে ২০১৪ সালের ২৯ অক্টোবর ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিলে বিচারক বিচার শুরু করেন।