পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে পটিয়া সরকারি কলেজ এবং ছালেহ নুর ডিগ্রি কলেজ কোন গোল করতে পারেননি। পরে টাইব্রেকারে পটিয়া সরকারি কলেজ ৫–৪ গোলে ছালেহ নুর ডিগ্রি কলেজকে পরাজিত করে সরাসরি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব লাভ করেন। পটিয়া উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন প্রমুখ।