চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের বগি রেখেই চট্টগ্রামে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল পথের পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।
জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌছালে ইঞ্জিনের হুইচ পাইপ ভেঙে ইঞ্জিন ও সকল বগি আলাদা হয়ে যায়। এসময় চালক বগি রেখেই ইঞ্জিন নিয়ে চট্টগ্রাম ফিরে যায়। ট্রেনটি লাইনচ্যুত হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল জানান, পর্যটক এক্সপ্রেসের ট্রেনটি রাতে কমলমুন্সির হাট স্টেশন এলাকায় পৌছালে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। সাপোর্ট ইঞ্জিন চট্টগ্রাম থেকে পটিয়ার উদ্দ্যোশে বের হয়েছে। সাপোর্ট ইঞ্জিন এলেই যাত্রীদের নিরাপদে পৌছানো হবে।