পটিয়ায় ফ্রি চিকিৎসাসেবা পেল ৫ শতাধিক রোগী

চিকিৎসাসেবা প্রদান মানুষের বড় সেবা : হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, চিকিৎসবা সেবা মানুষের সব চেয়ে বড় সেবা। এ সেবার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশী উপকৃত হয়। করোনাকালিন মানুষ যখন চিকিৎসার অভাবে মানুষ অসহায় হয়ে পড়ে, অনেক হাসপাতাল ও মানবিক ডাক্তাররা অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেছেন। গত বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া জেনারেল হাসপাতাল আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম মহিউদ্দিন মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, পৌর কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, হাসপাতালের পরিচালক ও ব্যাংকার আমির হোসাইন, বেলাল হোসাইন, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সাইফুল বারী প্রমুখ। ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন ডা. কাজী ফারহানা নূর, ডা. সাথী ধর, ডা. মো. হুমায়ুন রশিদ চৌধুরী, ডা. এবিএম আবু সুফিয়ান, ডা. হাসানুর রশিদ, ডা. মোহাম্মদ রাকিবুল হাসান, ডা. সাজ্জাদ ওসমান, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. মো. আরিফুজ্জামান, ডা. মো. জয়নাল আবেদীন, ডা. ডেইজী বড়ুয়া, ডা. মো. আবু সুফিয়ান ফয়সাল, ডা. এমদাদুল হাসান, ডা. সৌমেন মিত্র, ডা. মো: মিজানুর রশিদ আলমদার জুয়েল। এ ফ্রি চিকিৎসাসেবায় দিনব্যাপী ৫শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদিকে সকাল থেকে হাসপাতালের ব্যবস্থাপনায় সমাজ বিনির্মাণে স্লোগানে সামাজিক সংগঠন ধ্রুবতারা ও মানবতায় পটিয়া ফ্রি ব্ল্যাড গ্রুপ নির্ণয় করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিষপানে ইউপি সদস্যের কন্যার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধমার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড ঢাকায়