পটিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা তদন্তে পুলিশ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর হামলার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থানার উপ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এর আগে গত সোমবার রাতে শ্যামল কান্তি দে বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০৪০ জনকে আসামি করে পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে প্রধান শিক্ষক একাধিকবার হুমকির শিকার হন। হামলার ঘটনার আগে তিনি পটিয়া থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেন। গত ২১ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন শ্যামল কান্তি দে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআলোর দিশার ৪র্থ মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা