পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত ৮

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৬ আগস্ট, ২০২৫ at ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের শান্তির হাট এলাকায় ও ২০ মিনিটের ব্যবধানে পটিয়ার বাইপাস সড়কের পৃথক এ দূর্ঘটনা ঘটে। এতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাটের এলাকার থানা মহিরা মোহাম্মদীয়া নুরানিয়া দাখিল মাদ্রাসার পটিয়া থেকে ছেড়ে যাওয়া মমতাজ পরিবহনের একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে উল্টে যায়। এতে বাসের ৬ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, কর্ণফুলী উপজেলা মডার্ণ ফায়ার সার্ভিস ও ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালান। আহতরা পটিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় আহতরা হলেন মমতাজ, শাহ আলম, আলি আহমেদ, রাজীব দে, মহিউদ্দিন ও অমিত দে।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৯.৪০টায় মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই মহাজন পাড়া এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র বহনকারী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আহত দুইজন ছাত্র বর্তমানে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দীন জানান, পৃথক দুই দূর্ঘটনায় হাইওয়ে পুলিশসহ স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুর্ঘটাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানা হেফাজতে নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‎ মীরসরাইয়ে ড্রাম ট্রাকের পিছনে লরির ধাক্কা,  নিহত-১
পরবর্তী নিবন্ধকক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির নেতৃবৃন্দ