পটিয়া উপজেলায় পুকুরে ডুবে নিশান মল্লিক (৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী স্কুলের পার্শ্ববর্তী পুকুরে ডুবে নিহত হয়। নিশান মল্লিক উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজন মল্লিকের পুত্র। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ সমুরা শিশু বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। ঘটনার ৩০ মিনিট পর পুকুর থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করেছে।
জানা যায়, ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র নিশান মল্লিক প্রতিদিনের মত বুধবার স্কুলে যায়। স্কুলের ক্লাস শেষে ছাত্ররা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও নিশান সহপাঠীদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে সহপাঠীদের কয়েকজন পুকুরে লাফ দেয়। এর মধ্যে অন্যান্য সহপাঠীরা পুকুর থেকে উপরে ওঠতে পারলেও নিশান ডুবে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কৃষ্ণ মজুমদারকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
স্কুলের দপ্তরী নিতাই দে জানিয়েছেন, স্কুল ছুটি শেষে ছাত্ররা বাড়ি ফিরলেও কয়েকজন মিলে স্কুলের মাঠে ফুটবল খেলে। পরবর্তীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সে মারা গেছে। পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত ডাক্তার জিয়া উদ্দিন সাকিব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।










