পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের রাফসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার চন্দ্রিকা দে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মো: সোহেল জানান, সকালে খেলারছলে করিমের ছেলে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও মারা গেছেন। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে পট্য়িা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ঘরের ভিতর আগুনে পুড়ে মহিলা অঙ্গার
পরবর্তী নিবন্ধপটিয়া বাইপাসে বাস-কার মুখোমুখি সংঘর্ষে আহত ১২