পটিয়ায় নুরুদ্দীন ফকির শাহ্ স্মৃতি অলিম্পিক লাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় শুভসূচনা করেছে বোয়ালখালী টিম রাইড রাইডার্স। তারা ১–০ গোলের পটিয়া জিয়ার পাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। একমাত্র গোলটি করেন বিজয়ী দলের মোহাম্মদ তাহিম। তিনি ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। শুক্রবার রাতে টুর্নামেন্ট উদ্বোধন করেন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুল আলম মির্জা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাবেক কৃতী ফুটবলার শাহাজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ চৌধুরী ভুট্টো, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম, সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইলিয়াছ, মো. তৌহিদুল ইসলাম। খেলায় ধারাভাষ্য দেন মোহাম্মদ ইকবাল হোসেন।












