চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চন্দনাইশে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ১৮ জন যাত্রী আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে পৃথক এ ঘটনা ঘটে।
পটিয়া প্রতিনিধি জানান : মহাসড়কের শান্তির হাট ও পটিয়া বাইপাস সড়কে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ও ২০ মিনিট ব্যবধানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের শান্তির হাট এলাকার থানা মহিরা মোহাম্মদীয়া নুরানিয়া দাখিল মাদ্রাসার পটিয়া থেকে ছেড়ে যাওয়া একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে উল্টে যায়। এতে বাসের ৬ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মী ও ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালান। আহতরা পটিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আহতরা হলেন মমতাজ, শাহ আলম, আলি আহমেদ, রাজীব দে, মহিউদ্দিন ও অমিত দে।
অন্যদিকে, সকাল ৯টা ৫০ মিনিটে মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই মহাজন পাড়া এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের সাথে বিপরীতমুখী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহনকারী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত দুই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি। তবে তারা বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা যায়। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দীন জানান, পৃথক দুই দুর্ঘটনায় হাইওয়ে পুলিশসহ স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
চন্দনাইশ প্রতিনিধি জানান : মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাশিমপুর বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া যায়। তারা হলেন সিরাজুল (৩২), মো. রায়হান (২২), আবুল কালাম (২৪), মো. আয়মান (২৬), মো. সাকিব (২৯), মো. আসিফ (২৬), আবু সাঈদ (২৭), সঞ্জয় (১৯), সিরাজুল (২৮)। আহতরা দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, মহাসড়কের হাশিমপুর বড়পাড়া এলাকায় চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পরপরই উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।