পটিয়ায় সাইদুল আলম বাবলু (২৮) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকানাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ২৯ অক্টোবর কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। বিস্ফোরক ও হত্যা চেষ্টার এ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে ১৭১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ১২১ জনকে এজহারভুক্ত আসামি করে আরো ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় সাইদুল আলম বাবলুকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও হত্যা চেষ্টার গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







