পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন শ্রমিকদল নেতা ফজলুল হক চুমকু (৪৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। ফজলুল হক হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের বড় ভাই এবং হাবিলাসদ্বীপ আলী নেওয়াজের বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে।
সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেব মনু জানান, মঙ্গলবার রাতে ফজলুল হক চুমকু মোটরসাইকেল চালিয়ে বন্ধু মুস্তফা মোরশেদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাদামতল এলাকায় সড়কের মাঝখানে এক ভবঘুরে নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় মুস্তফা মোরশেদ সামান্য আহত হন। তবে ফজলুল হক চুমকু তখন বাহ্যিকভাবে অক্ষত ছিলেন। দুর্ঘটনার পর তিনি রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং বমি বমি ভাব দেখা দেয়। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।












