চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় দলীয় মেয়র পদে মনোনয়ন দেয়া হয়। এর মধ্যে পটিয়ায় নতুন মুখ এলেও চন্দনাইশ সাতকানিয়ায় পুরনোতেই ভরসা রেখেছে আওয়ামী লীগ।
পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রতীকের মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আইয়ুব বাবুল। সাতকানিয়া পৌরসভায় পেয়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। এছাড়া চন্দনাইশ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা।