পটিয়ায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ৭০টি স্বনামধন্য ক্রীড়া সংগঠনকে দেয়া হলো নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামে নজীর আহমদ দোভাষ মাঠে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন এর পক্ষ হতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পটিয়ার তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক ও জুয়া মুক্ত আদর্শিক সমাজ বিনির্মাণে সকল ক্রীড়া সংগঠনের মাঝে তিনি এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় বলে অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম বলেন, সমাজকে মাদক ও কিশোর গ্যাং সহ সামাজিক অপরাধ নির্মূলে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন এ মহৎ কাজটি হাতে নিয়েছেন। আগামীতেও ফাউন্ডেশনের অর্থায়নে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার খাইরুল বশর, নুরু রশীদ সিদ্দিকী, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, ইউপি সদস্য খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার, আবুল কালাম, ইউনিয়ন যুবলীগ নেতা আরাফাত সানি, জামাল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, মোঃ শাহেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম ও প্রধান যোগাযোগ কর্মকর্তা আসিফ ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই পর্ব খেলা শেষ জাহানারা ও ফারজানার
পরবর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়নের টানা তৃতীয় জয়