পটিয়ায় ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হকের নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল আংশিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমকে আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম শফিককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে রয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে দায়িত্বপ্রাপ্ত পটিয়ার নেতৃবৃন্দ, পটিয়া উপজেলা বিএনপির আওতাধীন ১৭টি সাংগঠনিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ, দলীয় মনোনীত প্রার্থীর সুপারিশপ্রাপ্ত বিশেষ নেতৃবৃন্দ এবং পটিয়া উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দের সমন্বয়ে ৬৬ সদস্য বিশিষ্ট আংশিক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাত লাখ টাকায় রাশিয়া, ৬ মাসের মাথায় ফিরতে হল ৩৫ জনকে
পরবর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় ৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মিলনমেলা