পটিয়ায় সড়কে দুর্ঘটনায় শামশুদ্দিন মোহাম্মদ শরীফ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় উপজেলার কুসুমপুরা ইউপির ছিলাশাহ্ মার্কেট এলাকায় চট্টগ্রাম–কঙবাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার কোলাগাঁও ইউনিয়নের সাততেতৈয়া গ্রামের নেয়ামত খলিফার বাড়ির মৃত এখলাছ মিয়ার পুত্র। তিনি রেলওয়ে কর্মকর্তা ছিলেন বলে জানা যায়।
সূত্র জানায়, সোমবার সকালে শরীফ প্রতিদিনের মত মহাসড়কের ছিলাশাহ্ মার্কেট এলাকা থেকে চট্টগ্রাম শহরে তার কর্মস্থল যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় দ্রুতগামী কোন গাড়ি তাকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই আনিসুর ইসলাম জানিয়েছেন, রেলওয়ে কর্মকর্তা শরীফ কর্মস্থলে যাওয়ার সময় একটি গাড়ি চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী গাড়ি চাপা দিয়েছে তা হাইওয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
কামাল উদ্দিন খান












