পটিয়ায় দৌলতীয়া সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

পটিয়ার কোলাগাঁওয়ে ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে মোহাম্মদ নগর দৌলতীয়া সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সামশুল হক চৌধুরী এমপি। গতকাল শনিবার সকালে তিনি আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোন মৌলবাদ গোষ্ঠীর এজেন্টদের স্থান হবে না।
কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদি উল আলম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, হাবিবুল হক চৌধুরী, এড. দিপক শীল, এম এ রহিম, আজিমুল হক, আমিনুল ইসলাম টিপু, সামশুল ইসলাম, রফিক হাসান, ওসমান গনি, ইকবাল আহমদ, খলিল আহমদ, রমজান আলী সরদার, তপন চৌধুরী, দিদারুল আলম, মাহবুবুল হক চৌধুরী, দিদারুল আলম, হাবিব মেম্বার, মফিজুল আলম, এয়ার মোহাম্মদ বুলু, নাজিম উদ্দিন, বুলবুল হোসেন, মোহাম্মদ নাছির মিয়া, মনজুর ইসলাম, শাহ জামির, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, এড. আশীষ শীল, শফি উল আলম, রফিক আহমদ, ভবতোষ শীল টিটু, চন্দন মেম্বার, মনতোষ চৌধুরী, মোহাম্মদ শাহাজান, আবদুল কাদের, জাহাঙ্গীর আলম বেলাল, জসিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, দিদারুল আলম, নাজিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, শহীদুল আলম, নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশান্তি প্রতিষ্ঠায় মহানবীর দেখানো পথই একমাত্র মুক্তির পথ
পরবর্তী নিবন্ধভাস্কর্য ভাঙচুর : সিসিটিভি ফুটেজ দেখে দুই শিক্ষার্থী আটক (ভিডিও দেখুন)