পটিয়ার কেলিশহর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে জনতার সহায়তায় দেশীয় তৈরি ২টি পাইপগান, ২টি কিরিচ ও ৪শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টায় কেলিশহর ইউনিয়নের কুমারপাড়া এলাকার ছিদ্দিক মেম্বারের বাড়ি পুকুরের পশ্চিম পাড় থেকে অস্ত্র ও মদগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাই মদ উপজেলার কেলিশহর, হাইদগাঁও ও কচুয়াইসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল একটি চক্র।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, চোলাই মদ ও পরিত্যক্ত ২টি অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। মদ পাচারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে শীঘ্রই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।