পটিয়ায় ডেইরি ফার্মে অস্ত্রের মুখে ডাকাতি

নিরাপত্তাকর্মীদের বেঁধে নগদ টাকা লুট

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে এক ডেইরি ফার্মে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অফিসকক্ষ থেকে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক আবদুল মান্নান জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭৮ জন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত ফার্মের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মংসিন চাক ও হযরত আলীকে ধরে ফেলে। হাতপা বেঁধে তাদের তিনতলার একটি কক্ষে আটকে রাখে। ওই সময় ডাকাতরা ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিন কোথায় রাখা আছে জানতে চায়। এরপর কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে ডাকাতদল দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে। সেখানে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ আলামত সংগ্রহ করেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে : জামায়াতের আযাদ