ডাকাতি, মাদক, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে পটিয়া থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার ভোর ৪টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক দুই অভিযানে ২ মাদক ব্যবসায়ী ও ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানান, বুধবার ভোর ৪টার দিকে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ২জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোট ছুরি, ১টি বড় দা, ১টি বড় ছুরি ও ১টি লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। অভিযানকালে বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের রহিম মেম্বারের বাড়ির মো. ইফসুফের পুত্র মো. ইমরান ওরফে মনির (৩৭) ও একই ইউনিয়নের লাখেরা দিঘির পাড় হাজী গুনু মিয়ার বাড়ির মো. ইব্রাহিম ওরফে শিবলু (৩৪)। এছাড়া একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ নারী–পুরুষকেও গ্রেপ্তার করে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা ওয়াহেদুর পাড়ার মো. আমিনুল হক (৬৫), একই এলাকার মো. আমিনুল হকের স্ত্রী রোকেয়া বেগম (৫৫), বড়লিয়া ইউনিয়নের মৌলভী হাটের ওশন্যারা গ্রামের মো. মফিজের স্ত্রী মিনুয়ারা বেগম (৪৮) ও পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দার খিল গ্রামের গোলাম সওদাগর বাড়ির আবদুল গফুরের স্ত্রী মর্তুজা বেগম (৪৬)।
অন্যদিকে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জানে আলম (৪৮) নামে একজনকে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নয়ন (২২) নামে আরেকজনকে সাড়ে ২২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ডাকাতি, মাদক, পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, পটিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জান–মাল রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।