পটিয়ায় ডাইনামিক ইলেভেনের ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন স্পার্টান্স চ্যাম্পিয়ন

| বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

পটিয়ার ডাইনামিক ইলেভেন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন ২ এ চ্যাম্পিয়ন হয়েছে গোল্ডেন স্পার্টান্স। গত ৯ নভেম্বর পটিয়া পল্লী বিদ্যুৎ টার্ফে রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গোল্ডেন স্পার্টান্স ৩১ গোলে আয়রন টাইটানসকে পরাজিত করে। এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রুবেল দাশ, এস পি কোচিংয়ের শিক্ষক হৃদয় দে। বক্তব্যের পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীকে হারিয়ে টানা তৃতীয় জয় পেল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে স্নুকার টিম ডাবল এন্ড এইট বল পুলের পুরস্কার বিতরণী