পটিয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিমেন্ট বোঝাই ট্রলি

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় তেলবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিমেন্ট বোঝায় ট্রলি। চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে পটিয়া আমির ভান্ডার রেলক্রসিং এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রেলগেইট এলাকার স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেন সন্ধ্যা ৬টার দিকে আমির ভান্ডার রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পটিয়া থেকে কেলিশহরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রলি রেল লাইনের উপর উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলিটি প্রায় ২০ ফিট দূরে গিয়ে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এর পূর্বে ট্রলির ড্রাইভার ট্রলি থেকে নেমে দ্রুত সরে পড়ে। এ সময় রেল ক্রসিং এলাকায় কোন সিগনাল বার না থাকায় এ দুর্ঘটনা ঘটে এবং সেখানে দায়িত্বরত গেইটম্যান রায়হান কর্মস্থলে ছিল না বলে জানা যায়।
এ বিষয়ে পটিয়া রেল স্টেশন মাস্টার নেজামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুঘর্টনার খবর শুনেছেন। তবে তিনি চট্টগ্রাম শহরে ছিলেন। কর্তব্যরত গেইটম্যান ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন ইয়াবা কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া বেতাগী দরবার শরিফে ওরশ মাহফিল