পটিয়ায় ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

পটিয়ায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল পাঠান পাড়া গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি স্নেহাংসু বিকাশ চৌধুরী জানান, পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় শান্তিরহাট এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী একটি ট্রাকের সামনে হঠাৎ ব্রেক করলে সাইফুল ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই মোটরসাইকেল আরোহী।

পূর্ববর্তী নিবন্ধঅলংকার মোড় থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাড়ি ভিটা লিখে নিয়ে ক্যান্সার আক্রান্ত বাবাকে বের করে দিল ছেলে