পটিয়ায় টিলা কাটায় ৩০ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫২ অপরাহ্ণ

অবৈধভাবে টিলাভূমি কাটার দায়ে ও পরিবেশের ক্ষতিসাধণের অপরাধে পটিয়ায় ১টি পিকআপ ও ১টি মাটি কাটার স্কেভেটর জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কচুয়াই ইউনিয়নের (চন্দনাইশ সীমানা) পাহাড়ি এলাকা হতে এগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় তাকে সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। অভিযানে অবৈধভাবে মাটিকাটার অপরাধে একটি ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ ইসমাঈলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়সাল আহমেদ জানান, টিলাভূমি কেটে পরিবেশের ক্ষতিসাধন ও অবৈধভাবে মাটি কাটার দায়ে ১টি স্কেভেটর, ১টি পিকআপ জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন চলাকালে রাউজানে এনজিও ঋণের কিস্তি নয় : ইউএনও
পরবর্তী নিবন্ধকরোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টির বিকল্প নেই